অসংগঠিত শ্রমিকদের নিয়ে বৈঠক বিজেপির



প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-



পূর্ব বর্ধমান জেলার অসংগঠিত শ্রমিক দের নেয়ে বর্ধমান গুডসেড রোড লায়ন্স ক্লাবে বৈঠক সারলেন বিজেপির ট্রেড ইউনিয়নের রাজ্যসভাপতি অজয় অগ্নিযত্রী।

ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনের ঘন্টা বাজিয়ে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন।পঞ্চম ও ষষ্ঠ দফায় ভোট হবে পূর্ব বর্ধমান জেলায়।আর এই ভোট যুদ্ধে জয়ী হতে একে অপরকে নিজেদের দলে টানার প্রতিযোগিতা শুরু হয়েছে বহু দিন ধরেই।এই প্রতিযোগিতায় ভারতীয় জনতা পার্টিও যে পিছিয়ে নেই তার-ই ফের প্রমাণ হলো বুধবার ।বুধবার বর্ধমান 



গুডসেড রোড লায়ন্স ক্লাবে অসংগঠিত শ্রমিক দের নিয়ে বৈঠক সারলেন বিজেপি নেতারা। সামনেই বিধানসভা নির্বাচন।এই বিধানসভা নির্বাচনে ট্রেড ইউনিয়নের কর্মীরা কিভাবে কাজ করবে সেই সব বিষয়ে আলোচনা হয় বৈঠকে।পাশাপাশি বিগত দিনে শোষিত, এবং বঞ্চিত শ্রমিক দের জন্য আমরা কিকি কাজ করেছি। এবং শোষিত, এবং বঞ্চিত শ্রমিক দের জন্য আমরা কিকি কাজ করবো সেসব বিষয়ের আলোচনা করা হয়। কিছু নেতাদের নতুন দায়িত্বও দেওয়া হয় এই বৈঠক থেকে। অসংগঠিত শ্রমিক দের পেনশন,পি এফ,এবং জনোধন যোজনায় কিভাবে যুক্ত করা যায় সেবিষয়েও আলোচনা করা হয়। 



বিজেপির বর্ধমান দক্ষিণ বিধানসভার কনভেনার কল্লোল নন্দন বলেন পূর্ব বর্ধমান জেলার অসংগঠিত শ্রমিক দের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষথেকে একটি অসংগঠিত সেল করাহয়।এতো বছর ধরে বর্ধমান জেলার যেসমস্ত অসংগঠিত শ্রমিকরা আছেন তাদের নিয়ে আলোচনা করা হয়। শোনাহয় তাদের অভিযোগ।আগামী বিধানসভা নির্বাচনে অসংগঠিত শ্রমিক দের কাছ থেকে ভারতীয় জনতা পার্টি অনেক সহযোগীতা করবে।