কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল?
বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট বেজে গিয়েছে। কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে নির্বাচনের সূচি। এবার আট দফায় ভোট হতে চলেছে রাজ্যে। আগামী ২৭শে মার্চ থেকে শুরু ভোট। রাজনৈতক দলগুলি ইতিমধ্যে জোরকদমে প্রচারে নেমে পড়েছে। তবে কোনো দলের প্রার্থী তালিকা এখোনো প্রকাশ করা হয়নি। কয়েকদিন থেকেই আজ কাল জল্পনা চলছেই শাসকদল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে। অবশেষে জল্পনার অবসান। জানা গিয়েছে আগামীকাল শুক্রবার ৪ঠা মার্চ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। একসঙ্গে রাজ্যের ২৯৪ আসনের জন্য পূর্ণাঙ্গ তালিকাই প্রকাশ করা হবে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে।
ভোটের দিনঘোষণার ঠিক এক সপ্তাহ বাদে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল। তবে ৮০ বছরের উর্ধ্বে কাউকেই রাখা হচ্ছে না প্রার্থী হিসেবে কোর কমিটির বৈঠকে এমনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মনে করা হচ্ছে এবারের প্রার্থী তালিকায় একাধিক চমক থাকছে তৃণমূলে। তারকাদের বরাবর এগিয়ে রাখা হয় এবারও ঠিক তাই ঘটতে পারে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া তারকাদেরকেও প্রার্থী করা হতে পারে মনে করা হচ্ছে।
এদিকে, বিজেপির প্রার্থী তালিকাও শুক্রবার প্রকাশ করা হতে পারে। শুক্রবার প্রথম দুটি দফার নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবারের নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আগে থেকে বুঝতে পারা গেছে। শাসকদলের বিরোধী হিসেবে বিজেপি আর অন্যদিকে বাম-কংগ্রেস-আইএসএফ জোট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊