Latest News

6/recent/ticker-posts

Ad Code

১ ছবিতেই বাজিমাৎ - বিক্রি হলো ২৬ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৩১৫ টাকায়

১ ছবিতেই বাজিমাৎ - বিক্রি হলো  ২৬ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৩১৫ টাকায়



১ ছবিতেই বাজিমাৎ - বিক্রি হলো  ২৬ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৩১৫ টাকায় 


ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের 'টাওর অফ দ্য কুতুবিয়া মস্ক' চিত্রকর্মটি লন্ডনের এক নিলামে বিক্রি হয়েছে ৭০ লাখ পাউন্ড বা ৮শ ২৬ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৩১৫ টাকায়।

এই চিত্রকর্মটির শেষ একটি কপি তিনি যুদ্ধের সময় সহকর্মী, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে দিয়েছিলেন। ২০১১ সালে নিউ অরলিন্সে বিক্রির সময় এই শেষ কপিটি সংগ্রহ করেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।




ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি'র বরাতে জানা যায়, চার্চিলের চিত্রকর্মটির বিক্রয়মূল্য নিলামে ওঠার আগে থেকেই প্রায় চারগুণ বেশি ছিল। চার্চিলের আগের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছিল ১৮ লক্ষ পাউন্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই চিত্রকর্মটি অজ্ঞ্যাত ক্রেতার কাছে বিক্রি হয়েছিল।


ক্রিস্টির একজন মুখপাত্র এটিকে "চার্চিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ" বলে অভিহিত করেন। ১৯৪৩ সালে ক্যাসাব্লাঙ্কা সম্মেলনের পরে মরোক্কান শহর থেকে অনুপ্রাণিত হয়ে তিনি 'টাওয়ার অফ দ্য কুতুবিয়া মস্ক' নামে এই তেল চিত্রকর্মটি সম্পন্ন করেন।



সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজফিড থেকে সংকলিত 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code