Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৮ বসন্ত পার, সীতা বেশে ধরা দিলেন আলিয়া ভাট




২৮ বসন্ত পার, সীতা বেশে ধরা দিলেন আলিয়া ভাট 





২৮টা বসন্ত পার করলেন নিজের জীবনে আর তার উপহার হিসেবে অনুরাগীদের দিলেন নতুন লুক। সীতা বেশে ধরা দিলেন নিজের জন্মদিনে। এসএস রাজামৌলি-র আগামী ছবি RRR-এর ফাস্ট লুক পোস্টারে সীতা-র বেশে দেখা গেল আলিয়া ভাটকে। 

.


ছবিতে দেখা গেছে পরনে সবুজ শাড়ি, কানে দুল, মাথায় টিকলি, কোঁচকানো চুলে আলতো বেনী, ফুল লাগানো,কপালে বিন্দি, মুখে হালকা মেকআপে আলিয়া। পোস্টারটি ইনস্টাগ্রামে পোস্ট করে ছবিতে তাঁর চরিত্র 'সীতা'র সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়ে দিয়েছেন আলিয়া ভাট। হ্যাজট্যাগে লেখা #RRR।



শীঘ্রই যে RRR এর পোস্টার আসছে তা গতকালকেই জানিয়েছিলেন আলিয়া। সামনে ফুলের সাজি রেখে সীতার মূর্তির সামনে বসে coming tomorrow ক‍্যাপসন লিখে ছবি শেয়ার করেছিলেন আলিয়া। 



১৯২০ সালের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীম-এর জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে আলিয়া ছাড়াও দেখা যাবে অজয় দেবগণ, রামচরণ, জুনিয়র NTR-কে।ছবিটি হিন্দি, তামিল, তেলুগু এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code