মোদির ব্রিগেডের পরেই তৃণমূলে বড় ভাঙন, বিজেপিতে যোগদান একঝাঁক নেতানেত্রীর





গতকালকেই কলকাতা ব্রিগেড সমাবেশ করে বিজেপি। ভাষন দেন নরেন্দ্র মোদী। সেই মঞ্চেই বিজেপিতে যোগদেন পর্দার মুখ‍্যমন্ত্রী মিঠুন চক্রবর্তী। যাকে নিয়ে চলছে জল্পনা। পর্দার পর এবার বাস্তবের মাটিতেও কি মুখ‍্যমন্ত্রী মুখ হবেন তিনি। এরপর আজকেই এক ঝাঁক তৃণমূল নেতা নেত্রী যোগ দিল বিজেপিতে। একসঙ্গে ৫ তৃণমূল বিধায়ক নাম লেখালেন গেরুয়া শিবিরে। আজ হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয়ে দিলীপ ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা নেত্রীরা। 




বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের বিদায়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালি গুহ, বিদায়ী বিধায়ক জটু লাহিড়ী, ফুটবলার তথা বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস, সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, মালদার হবিবপুরের তৃণমূলনেত্রী সরলা মুর্মু। হেস্টিংসে বিজেপি কার্যালয়ে দিলীপ ঘোষের তাঁদের হাতে পতাকা তুলে দিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মুকুল রায় ও শুভেন্দু অধিকারী।




আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ এনাদের অনেকেই। মমতার একনিষ্ঠ কর্মী তথা ছায়াসঙ্গী হিসাবে পরিচিত সোনালি গুহকেও টিকিট দেয়নি তৃণমূল। আজ যোগ দিলেন বিজেপিতে। বিজেপিতে যোগ দিলেন মালদার একাধিক তৃণমূল নেতাও। এদিন বিজেপিতে যোগ দিয়েছেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি। মালদায় তৃণমূলের ১৪ জেলা পরিষদ সদস্য বিজেপিতে যোগদানের পর মালদা জেলা পরিষদ বিজেপির দখলে চলে এসেছে, এমনই দাবি করেন শুভেন্দু অধিকারী। ভোটের মুখে তৃণমূলে ভাঙন তৃণমূলকে চাপে ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।