হনুমানজির মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য



হনুমানজির মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো বর্ধমান পৌরসভার ২৫ নং ওয়ার্ডের লাকুভি তেঁতুলি পাড়ায় এলাকায়। এই ঘটনায় এলাকায় মোতায়েন করাহয় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় আধা সামরিক বাহিনী।তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে ধন্দে স্থানীয়রা।




নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই উতপ্ত হচ্ছে রাজ্যের রাজনৈতিক মহল। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার ২৫ নং ওয়ার্ডের লাকুভি তেঁতুলি পাড়া এলাকায় রাতের অন্ধকারে কে বা কারা এই হনুমানজীর মন্দির ভেঙ্গেছে সে বিষয়ে ধন্দে স্থানীয়রা। স্থায়ী বাসিন্দাদের অভিযোগ লাকুভি তেঁতুলি পাড়া এলাকায় রয়েছে একটি শিব মন্দির ও একটি হনুমানজীর মন্দির। 



কদিন আগে শিব রাত্রি উপলক্ষে স্থানীয় মানুষ জন এই শিব মন্দিরে জল ঢালেন। এরই মধ্যে মঙ্গলবার রাতে কে বা কারা শিব মন্দিরটিকে অক্ষত রেখে হনুমানজীর মূর্তি ও মন্দিরটি কে ভেঙ্গে দেয়।এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে বলে বলেন প্রশান্ত দাস।প্রশান্ত বাবু বলেন সামনে ভোট।ভোটের আগে এলাকা উত্তপ্ত করতে এই ঘটনা বলে বলেন তিনি।