Viral নোরার আড়াই লক্ষের পোশাক 





জন্ম সূত্রে কানাডিয়ান হলেও হৃদয়ে ভারতীয় বলেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসে একাধারে নৃত্যশিল্পী-মডেল অপরদিকে অভিনেত্রী-গায়িকা বছর ২৮ এর এই হার্টথ্রব। 


নোরা ফাতেহির জন্ম ৬ ফেব্রুয়ারি ১৯৯২, এক মরোক্কান-কানাডিয়ান পরিবারে। তার বেড়ে ওঠা কানাডায়।  



রোয়ার টাইগার্স অব দ্য সুন্দরবনস সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ভারতীয় চলচ্চিত্রে যাত্রা শুরু । এরপর টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তার শীর্ষে পৌছায়।



সম্প্রতি স্যোসাল মিডিয়ায় তাঁর কিছু ছবি ভাইরাল হয়েছে- ডিপ গলার স্ফিত হাতার ফ্রকে, খোলা চুলে। আর কানে নীল রঙের দুল। নোরার এই ছবি ভালো লেগেছে ভক্তদের। 



ইতিমধ্যে তাঁর এই পোশাকের দামও ফাঁস হয়ে গেছে। ভার্সাচি ব্র্যান্ডের জমকালো পোশাকটি এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। আর এ জামার দাম শুনলে চোখ কপালে উঠবে!


ভারতী মুদ্রায় নোরার ওই পোশাকের দাম ২ লাখ ৩৬ হাজার টাকা।