Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোনা-রূপার গহনা সহ প্রায় দেড় লক্ষ টাকা চুরি- চোর অধরা, এলাকায় তীব্র চাঞ্চল্য

সোনা-রূপার গহনা সহ প্রায় দেড় লক্ষ টাকা চুরি- চোর অধরা, এলাকায় তীব্র চাঞ্চল্য


 

এবার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের শীতলকুচি এলাকার পশ্চিম পাড়ায়। ঘটনা সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যে নাগাদ রবিদাস সাহার বাড়ির পেছনের গ্রিল ভেঙে ঘরে ঢুকে  সোনা রুপার গহনা সমেত প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। 

পরিবারের মালিক রবি দাস সাহা বলেন, সেই সময় বাড়িতে কেউ ছিল না। তার ছেলে দোকানে ছিলেন এবং তিনি কয়েকদিন থেকে স্ত্রীর সাথে সাহেবগঞ্জে তার মেয়ের বাড়িতে ছিলেন। উনার ছেলে ওই দিন রাত দশটায় দোকান এর কাজ সেরে বাড়ি ফিরলে দেখতে পারেন ঘরের গ্রিল ভাঙ্গা। এরপর ঘরে ঢুকে দেখতে পান ঘরের বেশকিছু লকার ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে এবং টাকাপয়সা সোনা দানা কিছুই নেই। চোরের দল ছয় ভরি সোনার গহনা সাত ভরি রুপার গহনা সহ দেড় লক্ষ টাকা  নিয়ে চম্পট দেয়। 

রবি দাস সাহা জানান- " ধীরে ধীরে টাকা জমিয়েছিলেন তাঁর স্ত্রীর কিডনি সংক্রান্ত অপারেশনের জন্য। 

খবর জানাজানি হতেই পাড়া-প্রতিবেশী ছুটে আসে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। শীতলকুচি থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে। পরিবারের পক্ষ থেকে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। 

তবে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code