পশ্চিমবঙ্গের ১১টি বেসরকারি হাসপাতালে হবে টিকাকরণ, দেখুন হাসপাতালের তালিকা 




আজ থেকে ৬০ বছরের উর্ধ্বে ও ৪৫-৫৯ বছরের কোমর্বিডিটিতে ভোগা মানুষদের টিকাকরণ শুরু হয়েছে দেশ জুড়ে। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প এবং আয়ুষ্মান ভারত প্রকল্প মিলিয়ে ১৬,০০০-এক বেশি বেসরকারি হাসপাতাল থেকে টিকা প্রদান করা হবে। তবে পশ্চিমবঙ্গে ১১টি বেসরকারি হাসপাতালে টিকাকরণ করা হবে। কোন কোন বেসরকারি হাসপাতাল থেকে মিলবে করোনাভাইরাস টিকা, সেই তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 







কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত পশ্চিমবঙ্গের কোন কোন হাসপাতালে টিকা প্রদান করা হবে?

১) বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, কলকাতা।




২) ডিসান হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউট, কলকাতা।




৩) নর্থ সিটি হসপিটাল অ্যান্ড নিউরো ইনস্টিটিউট প্রাইভেট, উল্টোডাঙা।




৪) বি পি পোদ্দার হসপিটালস অ্যান্ড মেডিক্যাল রিসার্চ লিমিটেড, নিউ আলিপুর।




৫) নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা।




৬) নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা।










আয়ুষ্মান ভারত প্রকল্পে নথিভুক্ত পশ্চিমবঙ্গের কোন কোন বেসরকারি হাসপাতালে টিকা প্রদান করা হবে?




১) রেণুকা আই ইনস্টিটিউট, ২৫/৩ ডাকবাংলো মোড়, যশোর রোড, বারাসত, উত্তর ২৪ পরগনা। অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে হবে।




২) সঞ্জীবনী হাসপাতাল, উলুবেড়িয়া, হাওড়া। নির্মল সাহার সঙ্গে যোগাযোগ করতে হবে।




৩) শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, সেকেন্ড মাইল, সেবক রোড, শিলিগুড়ি। 




৪) পিয়ারলেস হসপিটাল, পঞ্চসায়ের। অনিন্দ্য স্যানালের সঙ্গে যোগাযোগ করতে হবে। 




৫) রুবি জেনারেল হসপিটাল, কলকাতা। পিয়ালি বসুর সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে।