মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রীবেদি, জোরালো বিজেপিতে যোগদানের জল্পনা
বিজেপির যোগদানের জল্পনা আরও জোরালো হল প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রীবেদির বিরুদ্ধে। আচমকাই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। আর তারপরেই ওয়াকিবহাল মহলে জোর জল্পনা তবে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন দীনেশ। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের পথে হেঁটে নাটকীয়ভাবে তৃণমূল ছাড়েন প্রাক্তন রেলমন্ত্রী তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। আর আজ টুইট করে প্রধানমন্ত্রী মোদীকে প্রকৃত নেতা বলে উল্লেখ করেন তিনি।
সোমবার দিল্লির এইমস থেকে করোনা ভ্যাকসিন নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাকসিন নেওয়ার ছবি নিজেই টুইট করেন প্রধানমন্ত্রী। এরপর, সেই ছবি অ্যাটাচ করে টুইটারে এই প্রাক্তন তৃণমূল নেতা দীনেশ ত্রীবেদি লেখেন, “একজন সত্যিকারের নেতা। যিনি সামনে থেকে লড়াইটা করেন। এটাকেই বলে আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস।” এরপরেই জোরালো হয়েছে বিজেপিতে যোগদানের জল্পনা।
A true leader , leads from the front! This is ATMANIRBHAR , ATMAVISHWAS . https://t.co/sKLTS1tpTZ
— Dinesh Trivedi (@DinTri) March 1, 2021
দীনেশ ত্রিবেদীর দল ত্যাগের পর রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, নির্ভরযোগ্য এই সৈনিকও পা বাড়াচ্ছেন বিজেপির পথেই। কিন্তু এখোনো যোগ দেননি। তবে এদিন মোদীর প্রশংসার পর সেই জল্পনা জোরালো হল। অন্যদিকে, গতকাল অপর এক প্রাক্তন বিরোধী নেতা গোলাম নবি আজাদ প্রধানমন্ত্রীকে ‘মাটির মানুষ’ বলে প্রশংসা করেন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊