কবে খুলবে স্কুল? সম্ভাব‍্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় 




করোনা সংক্রমণের জেরে ২০২০ এর মার্চ থেকে বন্ধ স্কুল কলেজ। ফলে শিকেয় উঠেছে পড়াশুনা। চিন্তিত অভিভাবক অভিভাবিকা, শিক্ষার্থীরা থেকে শিক্ষক শিক্ষিকা। একে একে আনলক পর্বে একাধিক ক্ষেত্রে ছাড় মিললেও স্কুল খোলার ব‍্যাপারে কোনোরুপ ছাড় মেলেনি। তবে একাধিকবার আশার প্রহর গুনলেও আশা পূরণ হয়নি। এবার কি সেই আশা পূরণের পথে। হ‍্যাঁ। কিছুটা তেমনি ইতিবাচক কথা শোনালেন রাজ‍্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। তৃণমূল ভবনে আজ এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী। 



তবে ১২ ই ফেব্রুয়ারি সব ক্লাস খুলছে না। তাও জানান তিনি। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলবে। স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হবে। তবে স্কুল খোলা ও ক্লাস করার বিষয়ে অভিভাবকদের অনুমোদন লাগবে। পাশাপাশি মেনে চলতে হবে স্বাস্থ‍্যবিধি। যদিও কোভিড প্রোটোকল মেনে এখনই ছোটদের ক্লাস নয়। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী। 


এদিন তিনি আরও জানান যে, রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে কোভিড প্রোটোকল মেনে স্যানিটাইজেশনের কাজ চলছে। বেসরকারি স্কুলের বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু উল্লেখ না করে শিক্ষামন্ত্রী বলেন, " বেসরকারি স্কুলের বিষয়ে তাদের উপর তো আমরা জোর করতে পারি না!" শিক্ষামন্ত্রীর কথায়, স্কুল খোলার বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চায় না সরকার। কারণ, এক্ষেত্রে সাবধানতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ভাবনাচিন্তা চলছে ১২ তারিখ থেকে স্কুল খোলার বিষয়ে।