মার্চ-এপ্রিলেও খুলছে না স্কুল! কি থাকছে এবারের মিড ডে মিলে ? জেনে নিন বিতরণের নির্দেশিকা
করোনা মহামারীর জেরে প্রায় এক বছর হতে চলল শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধের, জনজীবন স্বাভাবিক হলেও এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলি কবে স্বাভাবিক ছন্দে ফিরবে তা নিয়ে কোনো আশার বাণী শোনায়নি রাজ্য সরকার l রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে জুন -জুলাই মাসে করা হয়েছে অন্যদিকে আসন্ন বাংলার বিধানসভা নির্বাচন l
নির্বাচন নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে দিনক্ষণ প্রকাশ করতে চলেছে কমিশন l
নির্বাচন নিয়ে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল থেকে বিরোধী l
অন্যদিকে বেসরকারি স্কুলগুলির সংগঠন স্কুল খোলার দাবী জানিয়েছে অবিলম্বে l
এদিকে দীর্ঘ স্কুল ছুটি থাকলেও কয়েক দফায় মিড ডে মিলের [mid day meal] খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ছাত্র ছাত্রীদের মধ্যে l
এবার মার্চ ও এপ্রিল মাসের মিড ডে মিলের[mid day meal] নির্দেশিকা জারি করা হল, এতেই বোঝা যাচ্ছে আগামী মার্চ এপ্রিলেও খুলছে না স্কুল l
ফেব্রুয়ারী মাসের মতই মার্চ এপ্রিলে ২কেজি চাল,১কেজি আলু,১কেজি ছোলা ও একটি ১০টাকা মূল্যের সাবান বিতরণ করা হবে সঙ্গে ২৫০গ্রাম ডাল,২০০গ্রাম সয়াবিন ও ৫০০গ্রাম চিনি দেওয়ার নির্দেশ রয়েছে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊