১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই  ৪ শহরে জারি থাকবে নাইট কার্ফু



বিভিন্ন সরকারের পক্ষ থেকে করোনার সংক্রমণ রোখার জন্য  বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সব ধরনের ব্যবস্থা মধ্যেই লকডাউন ও নাইট কার্ফু অনেকটাই কাজের একটি পদক্ষেপ।


গুজরাট সরকার এবার বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই ফের সেই দিকে হাঁটতে চলেছে ।যদিও লকডাউন ফিরে না আসলেও নাইট কার্ফু জারি থাকবে রাজ্যে। শনিবার রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মচারীরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে, গতকাল থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নাইট কার্ফু জারি থাকবে রাজ্যে।


প্রসঙ্গত, করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। দেশের সুস্থতার হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু করোনা থেকে সতর্ক ও সজাগ এমনকি দেশ থেকে এই ভাইরাসকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্যই এই পদক্ষেপ। 


গুজরাটের অতিরিক্ত মুখ্য সচিব পঙ্কজ কুমার এই ঘোষণা করেছেন, বিশেষ করে বরোদা সুরাট রাজকোট আমেদাবাদ এই সমস্ত শহরে চলবে রাত ১১ টা থেকে সকাল ছয়টা পর্যন্ত নাইট কার্ফু।