একের পর এক রেকর্ড তৈরি করছে শীত-কবে বিদায় নেবে ? জানালো আবহাওয়া দপ্তর
প্রবাদে আছে 'মাঘের শীতে বাঘে ডরায়।' অন্যান্য বছর মাঘ মাস পড়লেই শীতের বিদায় পর্ব শুরু হয়, কিন্তু এবছর শীতের দাপট প্রতিদিন রেকর্ড তৈরি করছে।
শনিবার তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়ার পর রবিবার একধাক্কায় ৩ ডিগ্রি নামে পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানাচ্ছে শীত দাপট দেখাবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেও। সেইমত সোমবার সপ্তাহের তথা ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আরও নামল তাপমাত্রার পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এই মরশুমে এটাই কলকাতার শীতলতম দিন।
আগামী ৪৮ ঘণ্টায় কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তরবঙ্গ। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই জায়গাগুলির দৃশ্য়মানতা নেমে আসতে পারে ৫০ মিটারে।
বুধবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বনিম্ন তাপমাত্রা আরও নীচে নামতে পারে।
তবে আগামীকাল থেকে আবহাওয়া পরিবর্তন হতে থাকবে উত্তরবঙ্গে। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম,ঝারগ্রাম ও পুরুলিয়াতে অবশ্য শীত প্রবাহ বজায় থাকবার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊