নজরে একুশ! রাজ্যকে ৪ জোনে ভাগ করে ৮ পর্যবেক্ষক নিয়োগ AIMIM-র 



সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজনৈতিক দলগুলি নিজেদের ভিত শক্ত করতে নানাবিধ পদক্ষেপ নিয়েই চলছে। বিহার বিধানসভা নির্বাচনের পরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে AIMIM লড়াই করবে তা ঘোষণা করেছিলে দলের প্রধান ওয়েসি। বিহারে তাদের ঝুলিতে এসেছে ৫টি আসন। এখন বাংলায় প্রভাব বিস্তারে ব্রতী AIMIM। 


এবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন(AIMIM) বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যে ৮ পর্যবেক্ষক নিয়োগ করল। দলের তরফে বিবৃতি জারি করে সেকথা ঘোষণাও করা হল। রাজ্যকে মোট ৪ জোনে ভাগ করে প্রতিটি জোনে নিয়োগ করা হয়েছে ২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।


এদিকে জানা যাচ্ছে সদ্য নতুন দল ধর্ম নিরপেক্ষ ইন্ডিয়ান সেকুল্যার ফ্রন্টের সুপ্রিমো ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সাথে বৈঠক হয়েছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন(AIMIM) এর। পাশে থাকার করা জানিয়েছিলেন মিম প্রধান। তবে মিমের সঙ্গে আব্বাস সিদ্দিকির জোটের যে জল্পনা তৈরি হয়েছিল তা এখনও ঝুলেই রয়েছে।