রাহুল গান্ধীকে ফের দলের সভাপতির পদে ফেরাতে প্রস্তাব পাস করল দিল্লি কংগ্রেস




২০১৯ সালে লোকসভা নির্বাচনে শোচনীয় হারের পর দলের সভাপতির পদ থেকে সরে যান রাহুল গান্ধী। আর তারপর থেকেই দলের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। বিভিন্ন মহল থেকে তাঁকে ওই দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হলেও তাতে কর্ণপাত করেননি রাহুল। কিন্তু এবার দলের মধ্যেই ফের রাহুলকে সভাপতি করার দাবি উঠল। রাহুল গান্ধীকে ফের দলের সভাপতির পদে ফেরাতে প্রস্তাব পাস করল দিল্লি কংগ্রেস। 




সোমবার দিল্লির রাজীব ভবনে দিল্লি কংগ্রেস কমিটির প্রধান অনিল কুমারের নেতৃত্বে শক্তি সিং, রমেশ কুমার, কৃষ্ণা তিরথ, ডা নরেন্দ্র নাথের মতো কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে রাহুল গান্ধীকে দলের প্রসিডেন্ট হিসেবে ফেরানোর দাবিতে একটি প্রস্তাব পাস করা হয়। দেশজুড়ে কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত। 




রবিবার এক বিবৃতিতে অনিল কুমার বলেন, 'মোদী সরকারের কাজকর্মের বিরোধিতায় টানা লড়াই করে চলেছেন রাহুলজি। কংগ্রেসকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাই দেশজুড়ে কংগ্রেস কর্মীদের মনবল চাঙ্গা করতে রাহুলজিকেই চাই।' তিনি দেশ বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে চলছে বলে জানান, এই সময়ে কংগ্রেসের চাই রাহুল গান্ধীর মতো একজন শক্তিশালী নেতা। দেশে সাম্প্রদায়িক, স্বৈরতান্ত্রিক রাজনীতির মোকাবিলায় রাহুলের মতো এক নেতার প্রয়োজন।
p