Latest News

6/recent/ticker-posts

Ad Code

পানীয় জলের পাইপ ফেটে ফেলার অভিযোগ বালি মাফিয়ার বিরুদ্ধে




পানীয় জলের পাইপ ফেটে ফেলার অভিযোগ বালি মাফিয়ার বিরুদ্ধে




ধূপগুড়িঃ 

পানীয় জলের পাইপ ফেটে ফেলার অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের কালীর হাট সংলগ্ন বসের ডাঙ্গা এলাকায় । জানা যায় , দীর্ঘদিন ধরে অবৈধভাবে দীঘি ( পুকুর ) খনন করার কাজ চলছিল ওই এলাকায় । স্থানীয় দের অভিযোগ JCB দিয়ে এদিন পুকুর খনন করার সময় জলের পাইপ ফেটে যায় এবং পাইপ সারাই করতে বললে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ স্থানীয়দের ।



স্থানীয় রাহুল রায় জানান বেআইনিভাবে মাটি খননের কাজ করছিল মঞ্জরুল নামে এক ব্যক্তি, এবং গত শুক্রবার পাইপ ফাটলে তা সারাই করতে বললে মঞ্জরুল নামে ওই ব্যক্তি থানার ভয় দেখিয়ে হুমকিও দেয় তাকে । 



পাশাপাশি স্থানীয় রাহুল রায় আরো অভিযোগ করেন থানাকে মাসিক চুক্তিতে টাকা দেন ওই অভিযুক্ত ব্যক্তি । কি করে প্রশাসনের নাকের ডগা দিয়ে এসব অনৈতিক কাজ চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে । তবে কি শীত ঘুমের রয়েছেন পুলিশ প্রশাসন ? একের পর এক প্রশ্ন উঠে আসছে স্থানীয়দের মুখে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code