Latest News

6/recent/ticker-posts

Ad Code

PNB তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ ১৩ই ফেব্রুয়ারী



PNB তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ ১৩ই ফেব্রুয়ারী 



PNB বা পাঞ্জাব ন‍্যাশনাল ব‍্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।ম্যানেজার সিকিউরিটি পদে ১০০ শূন‍্যপদে নিয়োগ করা হবে ইচ্ছুক প্রার্থীরা পাঞ্জাব ন‍্যাশনাল ব‍্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট pnbindia.in-এ গিয়ে ১৩ই ফেব্রুয়ারী পর্যন্ত আবেদন করতে পারবে। 




মোট শূন্যপদ- ১০০। 

এসসি: ১৫

এসটি: ৮

ওবিসি: ২৭

EWS: ১০

অসংরক্ষিত: ৪০




শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।



কাজের অভিজ্ঞতা : সপ্তম CPC-র ম্যাট্রিক্স লেভেল বা ষষ্ঠ পে কমিশন অনুসারে গ্রেড পে ৫,৪০০টাকায় সেনা বা নৌবাহিনী বা বায়ুসেনাতে পাঁচ বছর অফিসার পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা

গেজেটেড পুলিশ বা প্যারামিলিটারি বা কেন্দ্রীয় পুলিশ সংস্থায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের পদে ষষ্ঠ পে কমিশন অনুসারে ৫,৪০০ টাকা গ্রেড পে'তে বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


বয়সসীমা: প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।



আবেদন ফি: ৫০০ টাকা। SC/ ST মহিলা প্রার্থীদের শুধুমাত্র পোস্টাল চার্জ দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code