রাজের প্রতিটি জেলায় নিয়োগ করা হবে ভলেন্টিয়ার; মাধ্যমিক পাশ হলেই করুন আবেদন!




এবার বিরাট সুযোগ বেকার ছেলে মেয়েদের জন্য।জেলায় জেলায় নিয়োগ করা হবে ভলেন্টিয়ার। নূন্যতম মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন। 



কেন্দ্রীয় সরকার অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র সংগঠন একটি বিজ্ঞপ্তি জারি করেছে।মোট শূন্যপদ রয়েছে ১৩২০৬। পুরো দেশ জুড়ে প্রতিটি রাজের জেলায় নিয়োগ করা হবে এই ভলেন্টিয়ার। 




এই ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমিক পাশ।


প্রাথমিক ভাবে নিয়োগ করা হবে ১ বছরের জন্য। সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে হবে নিয়োগ। চুক্তিভিত্তিক হওয়ায় এই পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে ৫০০০ টাকা।




এই পদে আবেদন করা যাবে অফলাইন, অনলাইন দুই ভাবে। অনলাইনের জন্য www.nyks.nic.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। অফলাইনে করার জন্য উক্ত ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস যুক্ত করে নিজ নিজ জেলার NYKS অফিসে পাঠাতে হবে। তবে অফলাইনে আবেদন করার আগে সংশ্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করে নিতে হবে।




আবেদন করতে পারবেন আগামী ২০ ফেব্রুয়ারী, ২০২১ পর্যন্ত। আর ইন্টারভিউ হবে ২৫ ফেব্রুয়ারী থেকে ৮ মার্চ অবদি।ইন্টারভিউ এর ফলাফল প্রকাশিত হবে ১৫ মার্চ, ২০২১ তারিখে।


বিস্তারিত জানার জন্য NYKS এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন।