ময়না তে বুদ্ধিজীবীদের নিয়ে সভা করল ভারতীয় জনতা পার্টি
পূর্ব মেদিনীপুর জেলার 206 ময়না বিধানসভায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে ময়নার বুদ্ধিজীবীদের নিয়ে একটি আলোচনা সভায় আয়োজন করা হয়। বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য ইকোনমিক্স ছেলে সহ কনভেনার সুদীপ্ত গুহ, টিচার্স সেলের জেলা সদস্য ও ময়না বুদ্ধিজীবী সেলের কনভেনর পার্থসারথি মন্ডল এবং ময়নার বিভিন্ন মন্ডলের সভাপতি রা।
সভা পরিচালনা করেন বিশিষ্ট এডভোকেট স্বপন প্রামানিক মহাশয়। বুদ্ধিজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল ,শিক্ষক, লেখ ক প্রমুখরা। ময়নার বিশিষ্ট বুদ্ধিজীবীরা সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন । মূলত বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বেকারত্ব ইত্যাদি বিষয়গুলো তারা তুলে ধরেন। এই বিষয়গুলি সমাধানে পথ দেখান সুদীপ্ত গুহ।
সুদীপ্ত গুহ রাজ্যে বিজেপির ইকোনমি সেলের কো -কনভেনর l উনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ও IIT খড়্গপুর এর প্রাক্তনী l বর্তমানে উনি বিশ্বব্যাংক ও এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক অনূদিত(FUNDED ) বিভিন্ন প্রকল্পের পরামর্শদাতা (Consultant )
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊