এবারের বাজেটে উজ্জ্বলা যোজনায় পরিধি বাড়ালো কেন্দ্র  



উজ্জ্বলা যোজনা প্রকল্পের পরিধি আরো বাড়ালো কেন্দ্র। বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ দিয়ে দেশের গরিব মানুষদের উজ্জ্বলা যোজনা প্রকল্পের সূচনা করেছিল কেন্দ্র। এবারের বাজেটে দেশের আরও ১ কোটি ঘরে উজ্জ্বলা যোজনায় রান্নায় গ্যাস(LPG) সরবারহ করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার পাইপ লাইনে গ্যাস সরবারহ করার প্রকল্পও আরও বাড়ানোর কথাও ঘোষণা করলেন তিনি। 




এই নিয়ে তৃতীয়বার বাজেট করছেন অর্থমন্ত্রী সীতারমণ। সোমবার ২০২১-২২ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে সীতারামন বলেন, করোনায় দেশজুড়ে লকডাউনের সময়েও দেশে জ্বালানী সরবারহ ধাক্কা খায়নি। এবার যানবাহনের জন্য বিভিন্ন শহরে CNG সরবারহ আরও বাড়ানো হবে। পাশাপাশি তিনি আরো জানান, দেশের আরও ১০০ জেলায় পাইপ লাইনে রান্নার গ্যাস সরবারহ করা হবে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর।




২০১৯ সালের মে মাসে কেন্দ্র চালু করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শুরু হয়। মানুষের সুবিধার্থে এই বাজেটে সেই প্রকল্পের পরিধি আরো বাড়িয়ে দিল কেন্দ্র। পাশাপাশি ওয়ান নেশন, ওয়ান রেশন প্রকল্পের আওতায় ৬৯ কোটি মানুষ ও এমএসপিতে গম কেনায় ৪৩.৩৬ লাখ গম চাষী উপকৃত হয়েছেন বলেই জানান অর্থমন্ত্রী।