Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলার জন‍্য বিরাট বাজেট কেন্দ্রের, জানুন বিস্তারিত



বাংলার জন‍্য বিরাট বাজেট কেন্দ্রের, জানুন বিস্তারিত 



সোমবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সামনেই রাজ‍্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জমি দখলের লড়াইয়ে কোমড় বেঁধে নেমেছে বিজেপি। আর সেই ভোট যুদ্ধে লড়াইয়ে ভীত শক্ত করতে ছোঁয়া পেল বাজেটেও। বাজেটে বাংলার ওপর বিশেষ জোর দিল কেন্দ্র। সড়ক ও রেলপথে বিশেষ বরাদ্দ করলো কেন্দ্রের। রাজ‍্যে আগামী অর্থবর্ষে ৬৭৫কিমি রাস্তা তৈরিতে ২৫হাজার কোটি বরাদ্দ ঘোষনা করা হল বাজেটে। 



অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘৬৭৫ কিমি সড়ক পশ্চিমবঙ্গে তৈরি হবে। কলকাতা-শিলিগুড়ির রাস্তা সংস্কারও এর মধ্যে আছে। পশ্চিমবঙ্গের জন্য সড়ক তৈরিতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ।' শুধু সড়কেই নয় রেলের ক্ষেত্রেও বড় বাজেট ঘোষনা করলেন অর্থমন্ত্রী। এদিন রেলের জাতীয় প্ল‍্যান তৈরি করছে বলে ঘোষনা করেন তিনি। সীতারমণ জানান, রেলের জন্য জাতীয় রেল প্ল্যান তৈরি হয়েছে। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর তৈরি হবে।



সবমিলিয়ে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা রেলের জন্য বরাদ্দ করা হয়েছে বলেও ঘোষনা করেন অর্থমন্ত্রী। মূলধন খাতেই এক লক্ষ টাকা ব‍্যয় হবে বলেও জানান। এদিন তিনি বলেন, ‘৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া হয়েছে। ৪০ কোটি কৃষক ও বয়স্কদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নগদ। করোনা-কালে ২৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ আরবিআই-এর। নির্মলা আরো বলেন, ‘করোনা-কালে ৫টি মিনি বাজেট ঘোষণা করে মোদি সরকার। প্রতি ১০ লক্ষে মৃত্যু হার কমেছে উল্লেখযোগ্য হারে। জিডিপি-র ১৩ শতাংশ খরচ হচ্ছে আত্মনির্ভর প্যাকেজে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code