Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ বঙ্গ সফরে শাহ, জেনে নিন একগুচ্ছ কর্মসূচি




আজ বঙ্গ সফরে শাহ, জেনে নিন একগুচ্ছ কর্মসূচি 



এক সপ্তাহের মধ‍্যে আজ ফের রাজ‍্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। একাধিক কর্মসূচী নিয়ে আজ রাজ‍্যে আসছেন তিনি। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বাড়ছে রাজ‍্যে। বুধবার রাতেই শহরে এসে পৌঁছেছেন শাহ। দক্ষিন চব্বিশ পরগণায় একাধিক কর্মসূচীতে আজ যোগ দেবেন তিনি। 



একনজরে কর্মসূচী: 

সকালে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। 

এরপর বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে যাবেন তিনি।

গঙ্গাসাগর পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

গঙ্গাসাগর থেকে কপ্টারে পৌঁছবেন নামখানায়। 

দুপুর ১টা ৫০-এ নামখানার ইন্দিরা ময়দানে সভা রয়েছে তাঁর। 

সূচনা করবেন বিজেপির পরিবর্তন যাত্রার। 



দুপুরে নারায়ণপুরে এক উদ্বাস্তু পরিবারে সারবেন মধ্যাহ্নভোজ। 

দুপুর ৩টে ৫-এ কাকদ্বীপে শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন তিনি। 

এরপর কাকদ্বীপের এসবিআই মোড় পর্যন্ত রোড শো। 

বিকেলে বিএসএফের কপ্টারে চড়ে ফিরবেন কলকাতায়।


শেক্সপিয়র সরণির অরবিন্দ ভবনেও কর্মসূচি রয়েছে অমিত শাহর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code