রাজ্য সভার সাংসদ পদ থেকে ইস্তফা দীনেশ ত্রিবেদীর, জল্পনা তুঙ্গে
ফের বড়সর নেতার ইস্তফা তৃণমূলে, প্রাক্তন লোকসভার সাংসদ ও প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূলের বর্তমান রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী রাজ্য সভা থেকে ইস্তফা দিলেন l এই মর্মে আজকের অধিবেশন চলাকালীন পদত্যাগের কথা জানালেন রাজ্য সভার সভাপতিকে l
তিনি তাঁর পদত্যাগের কারণ হিসেবে বলেন "দলে দম বন্ধ হয়ে আসছে, নিজের মনের কথা শুনছি, মাঝে মাঝে অন্তর আত্মার কথা শুনতে হয় l"
প্রসঙ্গত উল্লেখ যে তিনি গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হন কিন্তু নির্বাচনে হেরে যান পরবর্তীকালে তৃণমূলের পক্ষ থেকে তাঁকে রাজ্য সভার টিকিট পান এবং নির্বাচিত হন l
তাঁর এই আকস্মিক ইস্তফায় বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে, তবে কি দীনেশ ত্রিবেদীও নাম লেখাতে চলেছে বিজেপিতে এই নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে l
এর আগে গতকাল প্রধানমন্ত্রীর ট্যুইটের প্রশংসা করে রিট্যুইট করে তৃণমূল সাংসদ লিখেছিলেন, 'ব্যক্তিগতভাবে আমি এর সঙ্গে একমত। এগিয়ে যেতে হলে তরুণ, প্রতিভাবানদের সম্পত্তি তৈরি বণ্টন করতে দিতে হবে। সরকারি লেভি দিন, কর্মসংস্থান তৈরি করুন। এর জন্য সরকারি অফিসারদেরও (বাবু) তরুণদের উৎসাহ দিতে হবে।'
এদিকে এদিন তাঁর ইস্তফা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি জানান দলে এলে স্বাগত। পাশাপাশি "উনি দলে এলে স্বাগত জানানো হবে। তৃণমূলে সকলকে দমবন্ধ অবস্থায় থাকতে হয়", প্রতিক্রিয়া বিজেপি সাংসদ অর্জুন সিংহের।
১৯৯০-৯৬ ও ২০০২-২০০৮ পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন দীনেশ ত্রিবেদী। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। মনমোহন সিং মন্ত্রিসভায় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ও পরে রেলমন্ত্রী হন দীনেশ ত্রিবেদী। ২০০৯ ও ২০১৪-য় ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিটে লড়ে লোকসভার সাংসদ হন তিনি। ২০১৯-এর লোকসভা ভোটে হেরে যান। এরপর রাজ্যসভার সাংসদ হন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊