সাঁইথিয়ায় অনুষ্ঠিত হলো মিলনোৎসব




সাঁইথিয়ার নৃত্য প্রতিষ্ঠান কল্পনাস্মৃতি নৃত্যায়নের পরিচালনায় অনুষ্ঠিত হলো সাঁইথিয়া মিলনউৎসব । এই বছর পঞ্চম বর্ষে পা দিলো তাদের অনুষ্ঠান । বৃহস্পতিবার সকাল থেকে রাত্রি পর্যন্ত বারোঘন্টা ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাঁইথিয়ার মনসাপল্লী গোবিন্দ মন্দির প্রাঙ্গনে । নৃত্য অঙ্কন প্রতিযোগিতায় প্রায় একশো তিরিশজন অংশ গ্রহন করে । সংস্থার দুই কর্ণধার রেশমী চ্যাটার্জ্জী ও প্রীতম দাসের পরিচলানয় সান্ধ্যকালীন বিভিন্নরকম নৃত্যানুষ্ঠান মন কেড়ে নেয় দর্শকদের । 



প্রায় একশো চল্লিশজন কলাকুশলী নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারেগামাপা খ্যাত ইন্দ্রনীল দত্ত ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী অর্ঘ্য অধিকারী ! তারা ব্যান্ডের সাথে কয়েকটি গান পরিবেশন করেন । সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে । 



আহ্বায়ক মানস সিংহ বলেন, "দর্শক আসন ছিলো কানায় কানায় ভর্তি করোনা পরিস্থিতি পার করে আমরা অনেক দিন পর একসাথে মিলিন হলাম ।