মিড ডে মিলের খাদ্য তালিকায় পরিবর্তন



করোনা মহামারীর জেড়ে পাল্টে গিয়েছে জীবন যাত্রা, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন l

দীর্ঘ সময় পর আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হচ্ছে চরম সতর্কতার মধ্যে দিয়ে।



প্রত্যেক স্কুল কর্তৃপক্ষ থেকেই বিশেষ নিয়ম জারি করা হয়েছে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য l

তবে কবে থেকে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হবে তা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য সরকার l

এই শ্রেণীগুলির জন্য বিভিন্ন দফায় যে মিড ডে মিলের আওতায় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে সেই খাদ্য তালিকায় আনা হয়েছে পরিবর্তন l



ছাত্র ছাত্রীদের প্রোটিন সমৃদ্ধ পুষ্টি যুক্ত খাবারের কথা ভেবে চাল, আলু, ছোলার সঙ্গে এবার থেকে দেওয়া হবে ডাল, সয়াবিন ও চিনি l

এই খাদ্য সামগ্রী আগামী মার্চ ও এপ্রিল মাসে বিতরণের নির্দেশিকা জারি করা হয়েছে l

আগামী মাসে ২কেজি চাল,১কেজি আলু,১কেজি ছোলার সঙ্গে ২৫০গ্রাম ডাল,২০০গ্রাম সয়াবিন,৫০০গ্রাম চিনি ও ১০টাকা মূল্যের একটি সাবান বিতরণ করা হবে l