পথ দুর্ঘটনায় প্রাণ হারালো তিন যুবক
জয়ন্ত বর্মন,বানারহাট :
পথ দুর্ঘটনায় প্রাণ হারালো।তিন যুবক ঘটনাটি ঘটেছে বানারহাট রেড ব্যাঙ্ক চা বাগান এলাকায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন বানারহাট থানা এলাকার রেড ব্যাঙ্ক চা বাগানের সামনে বাইক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, রাতে গেন্দ্রাপাড়া চা বাগান থেকে আমবাড়ি চা বাগানে ফিরছিল।রেড ব্যাঙ্ক চা বাগানের সামনে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে বাইকটি।ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবরে ছুটে আসে বানারহাট থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊