কৃষক সংগঠনদের ডাকে কলতাতায় চাক্কা জ্যাম
কোলকাতা, ৬ ফেব্রুয়ারী ২০২১: কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায়, দিল্লির আন্দোলনরত কৃষকদের প্রতি সংঘতি জানিয়ে ও তাদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে, এ আই কে এস সি সি’র আহ্বানে ধর্মতলার মোড়ে আজ চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়। বিভিন্ন যুব ছাত্র মহিলা ও গণতান্ত্রিক সংগঠন ও সমাজের সবস্তরের মানুষ অংশগ্রহণে করেন এই কর্মসূচিতে।
এই কর্মসূচির প্রভাব রাজ্যের বহু জায়গায় ও পড়ে - রাজ্যের বহু জায়গায় জাতীয় এবং রাজ্য সড়ক অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। কোলকাতাও তার ব্যতিক্রম হয়নি। এই আই কে এস সি সি’র রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বেলা ২টোর সময় অবরোধ করা হয় ধর্মতলা মোড়।
কৃষি আইন বিরোধী এবং নরেন্দ্র মোদী সরকার বিরোধী স্লোগান দিতে দিতে রাস্তা অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। অবরোধের আগে এবং পরে লেনিন মূর্তির সামনে পথসভা হয়। এ আই কে এস সি সি’র নেতৃবৃন্দ এবং অন্যান্য নাগরিক সংগঠন, যুব ছাত্র সংগঠন এবং মহিলা সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে রাখেন ও মোদী সরকারের নতুন কৃষি আইন বাতিল করার দাবি জানান।
আন্দোলনরত কৃষকদের প্রতি মোদী সরকার এবং দিল্লি পুলিশ যে অমানবিক এবং অসংবেদনশীল আচরণ করছে, তার তীব্র সমালোচনা করেন এবং ধিক্কার জানান বক্তারা। দিল্লি আন্দোলনের সমাধান না হওয়া অবধি লাগাতার প্রতিবাদ ও প্রতিরোধ চালাবার ডাক দেন তাঁরা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊