Latest News

6/recent/ticker-posts

Ad Code

IOCL RECRUITMENT: IOCL এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন



IOCL RECRUITMENT: IOCL এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন



ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL এ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট iocl.com সাইটে আবেদন করতে পারবেন। মোট ৫০৫টি শূন‍্যপদে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসমে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ কথা হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২৬ ফেব্রুয়ারি।




আবেদনের শেষ তারিখ : ২৬ ফেব্রুয়ারি, ২০২১

অ্যাডমিট কার্ড ডাউনলোড : ১ মার্চ, ২০২১।

লিখিত পরীক্ষার সম্ভাব্য দিন : ১৪ মার্চ, ২০২১।

নথি যাচাইয়ের জন্য উত্তীর্ণ প্রার্থীদের তালিকা আপলোডের সম্ভাব্য দিন : ২৫ মার্চ, ২০২১।




আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট iocl.com সাইটে গিয়ে 'Careers'-এর পর 'Apprenticeships'-এ গিয়ে '> Engagement of Technical and Non-Technical Apprentices in Eastern Region (Marketing Division)' গিয়ে ক্লিক করে বিস্তারিত তথ‍্য দিয়ে আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন: DOWNLOAD

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code