প্রকাশিত হল শিক্ষক নিয়োগের পরীক্ষার ‘অ্যানসার কি’
প্রকাশিত হল কেন্দ্রীয় সরকারের শিক্ষক নিয়োগ পরীক্ষা সি-টেট এর অ্যানসার কি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইটে অ্যানসার কি প্রকাশিত হয়েছে। সেখানে গিয়েই দেখা যাবে অ্যানসার কি। চলতি বছর আগামী ৩১ জানুয়ারি কেন্দ্রীয় শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত উপযুক্ত প্রমান দিয়ে অ্যানসার কি চ্যালেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে প্রত্যেক চ্যালেঞ্জের জন্য ১০০০টাকা ফি জমা করতে হবে।
সিটেট ‘অ্যানসার কি’ সংক্রান্ত সমস্যা জানাবেন নিম্নলিখিত উপায়ে:
ctet.nic.in ভিজিট করুন
👇
হোমপেজে ‘Key challenges for CTET January 2021’ লিঙ্কে ক্লিক করুন।
👇
‘Submission of Key Challenge for CTET January 2021’ লিঙ্ক ক্লিক করুন
👇
নিজের রোল নম্বর এবং জন্মতারিখে ‘লগইন’ করলেই স্ক্রিনে ‘অ্যানসার কি’ দেখাবে।
👇
এরপর, নিজের সমস্যা জানান।
এনিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘'অ্যানসার কি'তে যদি কোনও ভুল দেখতে পায় বিশেষজ্ঞ কমিটি, তাহলে একটি নীতিগত সিদ্ধান্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে এবং (প্রার্থীদের) ফি ফিরিয়ে দেওয়া হবে।' পাশাপাশি আরো জানানো হয়েছে সংশ্লিষ্ট প্রার্থীর ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে টাকা ফেরৎ দেওয়া হবে। তাই প্রার্থীদের নিজস্ব ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা দিতে বলা হয়েছে।
CTET ANSWER KEY CHALLENGE - CLICK HERE
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊