ব্যস্ত হাইওয়েতে চললো বোমা, গুলি- আহত সদ্য বিজেপিতে আসা বাবু মাস্টার
মিনাখাঁয় বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়িতে হামলার অভিযোগ । গত ডিসেম্বরে তৃনমূল ছেড়ে বিজেপিতে আসা বাবু মাস্টারের গাড়ি লক্ষ্য করে গুলি, বোমা ছোড়া হয়েছে বলেও অভিযোগ তুলেছে বিজেপি।
এই মুহূর্তে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরের একাধিক জায়গায় বোমার স্প্লিন্টার বিঁধে রয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার বসিরহাটের সভা সেরে কলকাতার দিকে ফিরছিলেন বাবু মাস্টার। সেই সময় বাসন্তী হাইওয়ের উপর লাউহাটি পুলিশ ফাঁড়ি থেকে ৫০০ মিটার দূরে তাঁর উপর হামলা চলে বলে অভিযোগ।
বিজেপি-র দাবি, অন্তত ১০-১২ জন বাবু মাস্টারের কালো রঙের গাড়ি গাড়ি ঘিরে ধরে। লাউহাটি পুলিশ ফাঁড়ির কাছে একটি হাম্পের আগে চড়াও হয় দুষ্কৃতীরা। প্রথমে বোমা ছোড়া হয়, তার পরে বাবুকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
বিজেপি-র দাবি, বোমার আঘাতে আহত হয়েছেন বাবু মাস্টার ও তাঁর গাড়ির চালক। ঘটনার পর দু’জনকেই কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর বাবু মাস্টারের গাড়ির চালক কোনও মতে গাড়িটি লাউহাটি পুলিশ ফাঁড়ির কাছে নিয়ে যান। তার পর সেখান থেকে অন্য গাড়ি করে আহত অবস্থায় দু’জনকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।
Blood bath!!
— Arjun Singh (@ArjunsinghWB) February 13, 2021
TMC and @MamataOfficial are hell bent on flooding streets of WB with blood of BJP karyakartas.
This dastardly act will be answered in equal measure at right time.
Babu master who left TMC,joined BJP in December due to blood thirst of Mamata was attacked today. pic.twitter.com/L49s7pZETp
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊