পথ বিশেষ বিদ্যালয়ের  পাশে এসে দাঁড়ালেন পূর্বকাঁঠাল বাড়ি গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান  সৌরভ পাল



অনুপম মোদক, ১৯ই ফেব্রুয়ারি ২০২১ :

স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত পথ বিশেষ বিদ্যালয়ের  পাশে এসে দাঁড়ালেন পূর্বকাঁঠাল বাড়ি গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান  সৌরভ পাল l বৃহস্পতিবার  তার মায়ের ষষ্ঠ  মৃত্যু বাৎসরিক  উপলক্ষে  এদিন সারাদিন তার পরিবারের  সকল সদস্যরা সময়  কাটালেন এই পথ বিশেষ বিদ্যালয়েl এদিন বিশেষ ভাবে শিক্ষার্থীদের মনে আনন্দ দিতে তাঁদের সাথে খেলাধুলা করলেন তাঁদের আপন করে নিলেন l সেইসাথে তাঁদের দুপুরের আহারের আয়োজন করেন এবং তিনি নিজ হাতে তাঁদের খাবার তুলে দেন l  



যেহেতু অনেক দিন  থেকে  করোনা পরিস্থতিতে বিদ্যালয় বন্ধ ছিল তাই তাঁরা স্কুল  এসে অনেক আনন্দ অনুভব করে l 

বিদ্যালয়ে আলমারি না থাকায়  শিক্ষার্থীদের  শিক্ষণ সামগ্রী  সব মেঝেতেই  রাখতে  হয় l তাই এদিন তিনি তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি আলমারি  বিদ্যালয়ের  ছাত্র ছাত্রী দের হাতে তুলে  দেন l

স্বপ্ন সোসাইটির সম্পাদক তাপস বর্মন  তার এই সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন  l সেই সাথে আরো জানান তিনি এর আগেও অনেকবার  এই বিশেষ বিদ্যালয়ে সহযোগিতা করেছেন l