রাজ্যের সবচেয়ে চওড়া ফুট ওভারব্রিজের উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল
শুক্রবার সাঁতরাগাছি স্টেশনে রাজ্যের সবচেয়ে চওড়া ফুট ওভারব্রিজের উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। ৬৬ মিটার লম্বা ও ১২ মিটার চওড়া ফুট ওভারব্রিজের নির্মাণে খরচ ১৫ কোটি টাকা। আধুনিক মানের এই ব্রিজ সাঁতরাগাছি স্টেশনের সব প্ল্যাটফর্মে যাতায়তের সুবিধা দেবে। দুই লেনের ফুট ওভারব্রিজ বানানো হয়েছে। ভার্চুয়ালি এই ফুট ওভারব্রিজের উদ্বোধন করবেন রেলমন্ত্রী।
সাঁতরাগাছি স্টেশনকে টার্মিনাল স্টেশন হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক বলেই দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর। হাওড়া স্টেশনে ক্রমবর্ধমান যাত্রীর চাপ কমাতেই রেল মন্ত্রকের এই পদক্ষেপ। পাশাপাশি এই স্টেশন থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিদ্যাসাগর সেতু পেরিয়ে কলকাতাও পৌঁছে যাওয়া যায় খুব অল্প সময়ে।
২০১৮ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় সাঁতরাগাছি ফুট ওভারব্রিজে ব্যস্ততার মধ্যে ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয় জখম হন অনেকেই এরপরই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ফুট ওভারব্রিজ তৈরির সিদ্ধান্ত হয়। আরও একটি ফুটওভার ব্রিজ নির্মাণও খুব শিগগিরই সম্পূর্ণ হয়ে যাবে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊