বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার?




দল বদলের হিড়িক টলিউডে। একের পর এক অভিনেতা অভিনেত্রী যোগ দিচ্ছে বিজেপিতে। ঘাসফুল শিবির থেকে বিদায় নিয়েছে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। ভরসা রাখছে গেরুয়া শিবিরেই। গতকাল যশ, পাপিয়া সহ একঝাক তারকা বিজেপিতে যোগদান করে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয় সোহিনী সরকারকে নিয়েও। সেই গুঞ্জনের জবাব দিলেন এবার অভিনেত্রী নিজেই।



বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নস্যাৎ করেছেন অভিনেত্রী। ফেসবুক এক ভিডিও বার্তা শেয়ার করে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়া তারকাদেরও একহাতও নিলেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। এমনকী রাজনীতিতে আসার কোনও ইচ্ছে তাঁর নেই। অভিনয় করেই মানুষের মনোরঞ্জন করতে চান।



এখানেই থেমে থাকেননি ভোটের আগে রাজনীতিতে নামা তারকাদের উদ্দ্যেশে তিনি বলেন, “আমি বিশ্বাস করি না মানুষের পাশে থাকতে গেলে, মানুষের ভাল করতে গেলে, কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়াতে হবে।" তিনি আরও বলেন, মানুষের ভাল চেয়ে রাজনীতি করাটা আমার মনে হয় সেটা কোনওভাবে মানুষকে দিকভ্রষ্ট করা হচ্ছে। দেখুন ভিডিও-