অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির ডাকে বাংলায় ও সারা দেশে 'রেল অবরোধ' কর্মসূচি পালিত
কোলকাতা, ১৮ই ফেব্রুয়ারী,২০২১: নতুন ৩টি কেন্দ্রীয় কৃষি আইন বাতিল, সহায়ক মূল্যের আইন পাস ও অন্যান্য দাবির সমর্থনে অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি (এআইকেএসসিসি) ও অন্যান্য কৃষক সংগঠনের ডাকে আজ সারা দেশে বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে অবধি “রেল অবরোধ” কর্মসূচি পালিত হয়। কৃষকরা প্রায় ১০০০ জায়গায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
আজকে সারা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গে প্রায় ৬০ জায়গায় রেল অবরোধ হয়। পূর্ব বর্ধমান, বাকুড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, মালদা, দার্জিলিং, বীরভূম, মেদিনীপুর প্রভৃতি জেলায় বিভিন্ন স্টেশনে রেল অবরোধে কৃষক জনগণের অংশ গ্রহণ হয়। বাকুড়া, বোলপুর, যাদবপুর এর মত শহরে অঞ্চলেও অবরোধ হয়।
এই “রেল অবরোধ” কর্মসূচি চলমান কৃষক আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অঙ্গ - যতক্ষণ না কেন্দ্র সরকার কৃষকদের সব দাবি মেনে নিচ্ছে, এই ধরনের কর্মসূচি লাগাতার চলবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊