Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলে যোগ দিয়ে জানালেন আমরা দিদির মতো হতে চাই- রণিতা, দিদি সাধারণ মানুষের কথা ভেবেছেন-দিশা



তৃণমূলে যোগ দিয়ে জানালেন আমরা দিদির মতো হতে চাই- রণিতা, দিদি সাধারণ মানুষের কথা ভেবেছেন-দিশা



দলে দলে টেলিভিশন পর্দার একাধিক অভিনেতা অভিনেত্রী যোগ দিচ্ছেন তৃণমূলে। আজ ফের একঝাক তারকা তৃণমূল সাংসদ দোলা সেনের হাত ধরে তৃণমূলে যোগ দান করলেন। 'ধন্যি মেয়ে', 'ইষ্টি কুটুম' ধারাবাহিকে অভিনয় করা রণিতা দাস, 'মা', ইচ্ছে নদী-তে শ্রীতমা অভিনেত্রী দিশা রায়চৌধুরী আজ যোগ দিলেন তৃণমূলে।


তৃণমূলে যোগ দান করে 'ধন্যি মেয়ে', 'ইষ্টি কুটুম' ধারাবাহিকে অভিনয় করা রণিতা দাস বলেন, ''আমরা যেমন অভিনয় করি এবং করব। তবে গত ১০ বছর ধরে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলাম, তবে আজ তৃণমূলের সদস্য হলাম। আমাদের যা কাজ দেওয়া হবে, তা করার চেষ্টা করব। আমাদের ভাবনা তরুণ-তরুণীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা দিদির মতো হতে চাই।''


'মা', ইচ্ছে নদী-তে অভিনয় করা শ্রীতমা বলেন, ''কাজ করতে গিয়ে দিদির সান্নিধ্য, আশীর্বাদ পেয়েছি। বিভিন্ন সমস্যায় পাশে পেয়েছি। আমার বাবা সমাজসেবী ছিলেন, তিনি চেয়েছিলেন আমিও কাজ করি। তবে মানুষের সেবা করা সহজ নয়, তবে মনে করি তৃণমূলে থেকে সে কাজটা করা সহজ হবে।''


অভিনেত্রী দিশা রায়চৌধুরী বলছেন, দিদি সবার পাশে আছেন। করোনা পরিস্থিতিতে উনি যে ভাবে পথে নেমে মানুষের পাশে থেকেছে তা আমায় নাড়া দিয়েছে। আমফানের সময়েও ওনাকে দেখেছি। অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু দিদি সাধারণ মানুষের কথা ভেবেছেন।


এদিন টেলি অভিনেতাদের যোগ দেওয়ার আগে দোলা সেন বলেন, আমি সিরিয়ালের ভক্ত। মাঝরাতে জেগে দেখি। অভিনেতা হিসেবে ওরা যেমন মন জয় করেছেন তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবেও মন জয় করবেন।


'মহাপ্রভু শ্রীচৈতন্য' ও 'জয়বাবা লোকনাথ' ধারাবাহিকে অভিনয় করা দিশা রায় চৌধুরীও এদিন তৃণমূলে যোগদান করেন। এর আগে শুক্রবারই তৃণমূলে যোগ দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, টেলি অভিনেত্রী লাভলি মৈত্র, সঙ্গীতশিল্পী শাওনা খান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code