Latest News

6/recent/ticker-posts

Ad Code

টানা ১৫ মাস ক্রিকেট, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো BCCI




টানা ১৫ মাস ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো BCCI 



করোনা মহামারীর জেরে কয়েকমাস মাঠের বাইরে ছিল টিম ইন্ডিয়া। তারপরে মাঠে নেমেছে। অস্ট্রেলিয়া সফরের পর এবার ভারত- ইংল্যান্ড সিরিজ চলছে। এর মাঝেই টানা ১৫ মাসের সূচি ঘোষণা করলো বিসিসিআই। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ক্রিকেট খেলবে টিম ইন্ডিয়া। পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিসিআই।


২০২১ থেকে ২০২৩ পর্যন্ত ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি দেখে নিন এক নজরে-

২০২১-এর এপ্রিল থেকে মে:

আইপিএল


২০২১-এর জুন থেকে জুলাই:

১. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ

২. ভারত বনাম শ্রীলঙ্কা (তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি)

৩. এশিয়া কাপ


২০২১-এর জুলাই

ভারত বনাম জিম্বাবোয়ে (তিনটি ওয়ানডে)


২০২১-এর জুলাই থেকে সেপ্টেম্বর:

ভারত বনাম ইংল্যান্ড (৫টি টেস্ট)


অক্টোবর ২০২১:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি)

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ


নভেম্বর থেকে ডিসেম্বর ২০২১:

ভারত বনাম নিউজিল্যান্ড (দু’টি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি)

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি)


২০২২-এর জানুয়ারি থেকে মার্চ:

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)

ভারত বনাম শ্রীলঙ্কা (৩টি টেস্ট ও ৩টি ওয়ানডে)


এপ্রিল থেকে মে ২০২২:

আইপিএল


জুলাই থেকে আগস্ট ২০২২:

ভারত বনাম ইংল্যান্ড (৩টি ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি)

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)


সেপ্টেম্বর ২০২২:

এশিয়া কাপ


অক্টোবর থেকে নভেম্বর ২০২২:

অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ


নভেম্বর থেকে ডিসেম্বর ২০২২:

ভারত বনাম বাংলাদেশ (২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি)

ভারত বনাম শ্রীলঙ্কা (৫টি ওয়ানডে)


জানুয়ারি ২০২৩:

ভারত বনাম নিউজিল্যান্ড (৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি)


ফেব্রুয়ারি থেকে মার্চ ২০২৩:

ভারত বনাম অস্ট্রেলিয়া (৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code