উত্তপ্ত রাজ্যসভা, সাসপেন্ড ৩ AAP সাংসদ 



গতকালের পর আজ ফের নয়া ৩ কৃষি আইন নিয়ে তোলপাড় হয় রাজ্যসভা। সংসদের অধিবেশন শুরু হতে না হতেই কৃষি আইন নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন আম আদমি পার্টি (AAP)-এর ৩ সাংসদ। চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু প্রথমে ৩ সাংসদ সঞ্জয় সিংহ, এনডি গুপ্ত এবং সুশীল গুপ্তকে সাবধান করেন তাতেও উত্তেজনা সামাল দেওয়া না গেলে ২৫৫ ধারা মোতাবেক ৩ সাংসদকেই সাসপেন্ড করেন চেয়ারম্যান।


আজ অধিবেশন শুরু হতেই কৃষি আইনের বিষয়টি তুলে ধরেন বিরোধীরা। সারা দেশ জুড়ে যখন কৃষক আন্দোলনকে সমর্থন করা হচ্ছে, দিল্লীতে আন্দোলনে শামিল রয়েছেন কৃষকরা তখন ৫ ঘণ্টার আলোচনা দাবি করে ১৬টি বিরোধী দল। সরকার সম্মতি দেয় তার কিছুক্ষনের মধ্যেই রাজ্যসভার চেয়ারম্যান ঘোষণা করেন ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের পর কৃষকদের বিষয়টি নিয়ে আলোচনা হবে আর তারপরেই প্রতিবাদ জানান আপ-এর ৩ সাংসদ। তাঁরা সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করেন। নায়ডু তাঁদের সাবধান করে ২৫৫ নম্বর আইন আরোপ করে সাসপেন্ডের হুঁশিয়ারি দেন। কিন্তু তারপরেও সংসদের ভিতরে শোরগোল করায় ওই ৩ আপ সাংসদকে সাসপেন্ড করেন নায়ডু। 


এদিন অধিবেশন চলাকালীন ফোন ব্যবহার করা নিয়েও বিশৃঙ্খলা শুরু হয় রাজ্যসভায়। অধিবেশন চলাকালীন মোবাইলের ক্যামেরা বন্দি করছেন বলে সতর্ক করেন চেয়ারম্যান। এই ধরনের কাজকে সংসদীয় শিষ্টাচার বিরুদ্ধ বলেও মন্তব্য করেছেন নায়ডু।