ডিএম অফিসের সামনে পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের 



মঙ্গলবার জলপাইগুড়ি ডিএম অফিসের সামনে পথ অবরোধ করল সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা। এদিন দুপুর ১ টা নাগাদ এই পথ অবরোধ শুরু হয় এবং সন্ধ্যা পাঁচটা নাগাদ শেষ হয় । ন্যায্য দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার জলপাইগুড়ি ডিএম অফিসের সামনে পথ অবরোধ বলে জানান সংগঠনের সদস্যরা । মাসে ৩০ দিনের কাজের দাবিতে এবং ৬০ বছর পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে, দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে রাজ্য সিভিল ডিফেন্স কর্মীরা । 


তাদের দাবি, করোনা আম্ফান, ঝড়, ডুবুরি, ভূমিকম্প, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় সিভিল ডিফেন্স কর্মীদের ডাক পড়ে এবং তারা সাহসের সঙ্গে কাজ করে যান । অথচ দীর্ঘদিন থেকে তারা বঞ্চনার শিকার বলে অভিযোগ । এই নিয়ে গত ২৭ শে জানুয়ারি সিভিল ডিফেন্স কর্মীদের পক্ষ থেকে নবান্ন অভিযান করা হয়। কিন্তু সেই নবান্ন অভিযানে পুলিশ বাধা দেয় বলেও অভিযোগ তাদের । 

 
এরই প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুডে ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল সিভিল ডিফেন্সের কর্মীরা । সংগঠনের সদস্যরা জানান এদিন জলপাইগুড়ি ডিএম অফিসের সামনে বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেন । এবং মঙ্গলবার জলপাইগুড়ি ডিএম অফিস থেকে ফিডব্যাক টা না মেলায় তারা ফের আগামীকাল বুধবার নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানান ।