Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাঞ্জাবের পুরভোটে ধুয়েমুছে সাফ বিজেপি, বিপুল জয় কংগ্রেসের




পাঞ্জাবের পুরভোটে ধুয়েমুছে সাফ বিজেপি, বিপুল জয় কংগ্রেসের




পাঞ্জাবের পুরভোটে ধুয়েমুছে সাফ বিজেপি, বিপুল জয় কংগ্রেসের। আটটি পুরসভার মধ্যে এখনও পর্যন্ত সাতটিতেই জিতেছে কংগ্রেস। গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি পঠানকোট ও গুরুদাসপুরও হেরেছে বিজেপি। ৫৩ বছর পর ভাতিন্ডা পুরসভা দখল করল কংগ্রেস। কংগ্রেস মোগা, হোশিয়ারপুর, কাপুরথালা, আবোহার, পাঠানকোট, বাটালা ও ভাতিন্ডায় জয়ী হয়েছে। মোহালি পুরভোটের ফলাফল এখনও পর্যন্ত জানা যায়নি।



পূর ভোটের এই জয়ে উচ্ছ্বসিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ জানান, ‘এই জয় রাজ্যের কংগ্রেস সরকারের উন্নয়নমূলক নীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন। সেইসঙ্গে তা শিরোমণি অকালি দল,আপ ও বিজেপির মতো বিরোধী দলগুলির জন-বিরোধী নীতিরও প্রত্যাখান করেছেন ভোটদাতারা’। রাজ্যের জনগনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।



বিতর্কিত কৃষি আইনের জন্য এনডিএ-র প্রাক্তন শরিক শিরোমণি অকালি দল ও আপ-কেও দায়ী করে তাঁর অভিযোগ, এই দুই দল আইন পাসের ক্ষেত্রে বিজেপিকে সহযোগিতা করেছিল। বলেছেন, ‘আইন পাস হওয়ার পর শিরোমণি অকালি দল ও আপ-এর নাটক ও কুম্ভীরাশ্রু মানুষকে বোকা বানাতে ব্যর্থ হয়েছে’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code