প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। কৃষকদের ফসলের নিরাপত্তা বাড়াতে এবং ফসল বীমার সর্বাধিক সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দিতে ভারত সরকার ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। ২০২০-২১ অর্থবছরের তুলনায় বাজেটে ৩০৫ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। যা দেশে কৃষি ক্ষেত্রের অগ্রগতির প্রতি সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম বীমা প্রকল্প। বর্তমানে ৫.৫ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। এই যোজনায় যেসব কৃষক যুক্ত হয়েছেন তার মধ্যে ৮৪ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। কেন্দ্রীয় সরকার ৫ বছর আগে ২০১৬ সালের ১৩ জানুয়ারি কৃষকদের জন্য এই বীমা যোজনার সূচনা করে।
পরিকাঠামোগত, যৌক্তিক এবং অন্যান্য চ্যালেঞ্জ গুলির মোকাবিলা ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সুবিধা আরও সম্প্রসারিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রকল্পটি ফসল বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত পুরো প্রক্রিয়াটির মান্যতা দেবে বলে জানা গেছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊