আরও ৭২ হাজার কোটি টাকার নয়া প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এর আগে রাজ্যের অন্তবর্তীকালীন বাজেটে একগুচ্ছ নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িয়েছিলেন বরাদ্দও। এবার সোমবার আরও ৭২ হাজার কোটি টাকার নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভার বাজেট পর্বের শেষলগ্নে জবাবি ভাষণ সময়ে রাজ্যে কোনও কাজ হয়নি এবং বাজেটের মোড়কে ভোটের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বলেই অভিযোগ করে বিরোধীরা। তার জবাবে নয়া প্রকল্পের খতিয়ান তুলে ধরেন দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিধানসভায় মোট ১৯টি শিল্প প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেগুলির উদ্বোধন হবে আজ ও কাল। কলকাতার লেদার কমপ্লেক্সের কমন ইফ্লুয়েন্ট প্ল্যান্ট প্রকল্পের কথা জানান এদিন। যা বাস্তবায়ন হলে ওই এলাকায় কমবেশি ১৮টি ট্যানারি গড়ে উঠবে বলে জানান মমতা। হাবড়ায় হবে মেগা পাওয়ারলুম ক্লাস্টার, বিনিয়োগ হবে প্রায় ৪০০ কোটি টাকা। হাওড়ার উদয়নারায়ণপুরে হবে তাঁতের হাট, জগদীশপুরে হোসিয়ারি পার্ক, উনসাসিতে টেক্সটাইল ও ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। উত্তরবঙ্গের কোচবিহারে ভাওয়াইয়া শিল্পীদের জন্য কমন ফেসিলিটি সেন্টার, মেখলা পোশাক তৈরির কারখানা, মালদায় সিল্ক পার্ক, শিলিগুড়িতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক পার্ক, বালুরঘাটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিন্নাগুড়িতে হবে শিল্পাঙ্গন পার্ক। পুরুলিয়া পাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। ফলতায় ফার্মাসিউটিক্যাল পার্ক, বজবজে ও বাঁকুড়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। পূর্ব বর্ধমানে বাতাসা, কদমা তৈরির কারখানা তৈরি হবে।
উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য বহু শিল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যার জেরে জেলাগুলিতে কর্মসংস্থান অনেকটাই বাড়বে বলে আশাবাদী শাসকদল। গত লোকসভায় উত্তরবঙ্গে মুখ থুবড়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। এবার বিধানসভায় ভালো ফলের দিকে তাকিয়ে তৃণমূল। এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গের জন্য অনেক কিছুই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊