Latest News

6/recent/ticker-posts

Ad Code

দশম শ্রেণি পাশে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে ১৪০০০ শূন‍্যপদে নিয়োগ


দশম শ্রেণি পাশে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে ১৪০০০ শূন‍্যপদে নিয়োগ



'ন্যাশনাল ইয়ুথ কর্পস' প্রকল্পের আওতায় নেহরু যুব কেন্দ্র সংগঠন এর তরফে ১৪০০০ শূন‍্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এনওয়াইকেএসের অফিসিয়াল ওয়েবসাইট nyks.nic.in-তে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেশজুড়ে ১৩,২০৬ জন স্বেচ্ছাসেবককে নিয়োগ করবে কেন্দ্রীয় যুব মন্ত্রকের অন্তর্গত এনওয়াইকেএস। আগামী ১ এপ্রিল থেকে চলবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। দ্বিতীয় বছরেও নিয়োগ করা হতে পারে। 




শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা : আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে যে পড়ুয়ারা রেগুলার কোর্সে ভরতি হয়েছেন, তাঁরা এই প্রকল্পে সুযোগ পাবেন না। নিয়মিত কাজের জন্য এই সুযোগ দেওয়া হবে না। কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে এবং এনওয়াইকেএস অনুমোদিত ইয়ুথ ক্লাবের সদস্য হলে অগ্রাধিকার দেওয়া হবে। যে প্রার্থীরা আগে এনওয়াইকেএসের কোর্স সম্পূর্ণ করেছেন বা মাঝপথেই ছেড়ে দিয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন না। চলতি বছরের ১ এপ্রিল অনুযায়ী, আবেদনকারীদের বয়স হতে ১৮ থেকে ২৯-এর মধ্যে। 


ভাতা: মাসিক ৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে। সরাসরি স্বেচ্ছাসেবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।




অনলাইন আবেদন শুরুর তারিখ - ৫ ফেব্রুয়ারি, ২০২১। 

আবেদনের শেষ তারিখ - ২০ ফেব্রুয়ারি, ২০২১। 

ইন্টারভিউয়ের সময় - আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ। 

ফলাফল জানানোর দিন - ১৫ মার্চ, ২০২১।

বিস্তারিত জানতে ক্লিক করুন: CLICK HERE

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code