Latest News

6/recent/ticker-posts

Ad Code

মিনি নিলাম পর্বে আট নতুন ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

 



মিনি নিলাম পর্বে আট নতুন ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স



চেন্নাইয়ে চলছে আইপিএল-এর নিলাম। বৃহস্পতিবার ছিল মিনি নিলাম। মোট ২৯২ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। করোনা অতিমারীর জেরে গত আইপিএল বিদেশের মাটিতে হলেও এবারের আইপিএল দেশের মাটিতে করার সিদ্ধান্ত হয়েছে । মিনি নিলাম পর্বে আট নতুন ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। 


এদিন শুরুতেই ৩ কোটি ২০ লক্ষ টাকায় বাংলাদেশের অলরাউন্ডার অর্থাৎ প্রাক্তন কেকেআর তারকা সাকিব অল হাসানকে নেয় কলকাতা। প্রথম দফায় অবিক্রিত থেকে শেষমেশ ২ কোটি টাকায় হরভজন সিং-কে নেয় কলকাতা। শেলডন জ্যাকসন (২০ লক্ষ), করুণ নায়ার (৫০ লক্ষ), পবন নেগি (৫০ লক্ষ), ভেঙ্কটেশ আইয়ার (২০ লক্ষ), বৈভব আরোরাকে (২০ লক্ষ) দলে নেওয়া হয়েছে। তবে গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চানদের দলে নেওয়ার চেষ্টা করলেও তাতে সফল হয়নি কেকেআর।


কেকেআরের নিলামের টেবিলে এদিন দেখা যায় শাহ শাহরুখ পুত্র আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবীকে। জুহি সেই ছবি শেয়ার করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code