Latest News

6/recent/ticker-posts

Ad Code

গড়ল ইতিহাস, Oxford University Student Union-র সভাপতি পদে ভারতীয় কন্যা রশ্মি




গড়ল ইতিহাস, Oxford University Student Union-র সভাপতি পদে ভারতীয় কন্যা রশ্মি 



Oxford University Student Union-র সভাপতি পদে বসলেন ভারতীয় ছাত্রী রশ্মি সামন্ত। শুধু পদেই বসলেন না গড়লেন ইতিহাসও। তিনি এই প্রথম এক ভারতীয় কন্যা যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি পদে বসলেন। রশ্মি সামন্ত লিনাকর কলেজ থেকে Energy Systems নিয়ে স্নাতকোত্তর পড়ছেন।



এই পদে আসীন হয়ে নারীর ক্ষমতায়নের যেন এক নতুন দিগন্ত খুলে দিলেন তিনি। প্রথম কোনও ভারতীয় ছাত্রী এই পদে নির্বাচিত হলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,রশ্মি ৩,৭০৮ টির মধ্যে ১,৯৬৬টি ভোট পেয়েছেন । এটি তার বিরোধীদের সম্মিলিত প্রাপ্ত ভোটের চেয়ে বেশি।


রশ্মি উদুপী জেলার মণিপাল শহর থেকে বড় হয়েছেন। তার বাবা, দীনেশ সামান্ত উদুপীর একজন ব্যবসায়ী এবং তার মা বত্সালা গৃহবধূ। তার স্কুল পড়াশোনা উদুপীতে করেন এবং ২০২০ সালে মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code