Latest News

6/recent/ticker-posts

Ad Code

HCG EKO Cancer Centre Kolkata launches Orthopedic Oncology Services with Best in the Class Facilities

HCG EKO ক্যান্সার সেন্টার কলকাতায় সেরা মানের পরিষেবা দেবার জন্য চালু করল অর্থোপেডিক অংকলজি সার্ভিসেস Orthopedic Oncology Services




কলকাতা 15 ফেব্রুয়ারি, 2021: অ্যাক্সেসযোগ্য কম্প্রিহেনসিভ ক্যান্সার চিকিৎসার জন্য এইচ সি জি ইকো ক্যান্সার সেন্টার কলকাতায় নামি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চালু করল ডেডিকেটেড অর্থপেডিক অংকলজি পরিষেবা কেন্দ্র। এই অর্থ অনকোলজি পরিষেবা চালু করার উদ্দেশ্য হল, হাড় ও নরম টিস্যু গুলির প্রাথমিক ও মেটাস্ট্যাটিক টিউমার যুক্ত রোগীদের মূল্যায়ন ও চিকিৎসা করা। এই বিভাগটি উচ্চ প্রশিক্ষিত চিকিৎসকদের তত্ত্বাবধানে বয়স্ক ও শিশু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করবে।


অর্থোপেডিক অঙ্কোলজি হল একটি উপ বিশেষত্ব বিষয়, যেখানে হাড় ও নরম টিস্যু গুলির টিউমার , বেনিন (নন- ক্যান্সার) অথবা ম্যালিগন্যান্ট (ক্যান্সার) শনাক্ত করে তার চিকিৎসা করার ব্যবস্থা করা হয়। দক্ষতা সম্পন্ন ও প্রশিক্ষিত চিকিৎসকদের একটি বিশেষ টিম নিরবিচ্ছিন্ন ভাবে যত্নশীল হয়ে রোগীদের প্রয়োজনীয় পরিষেবা দিয়ে থাকে।


এই উদ্বোধনের বিষয়ে বলতে গিয়ে এইচসিজি ক্যান্সার হসপিটাল ইন্ডিয়ার ডিরেক্টর ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক অংক লজি ডা: প্রমোদ এস ছিন্দার বলেন, 'আমাদের এই প্রয়াসটি প্রত্যেকের জন্য উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এইচসিজি ক্যান্সার হাসপাতাল ভারতে সবচেয়ে বেশি সংখ্যক হাড়ের টিউমারের চিকিৎসক করেছে। আমরাই প্রথম হাসপাতাল, যারা কম্পিউটারের সাহায্যে নেভিগেশন পদ্ধতির মাধ্যমে হাড়ের পুনঃনির্মাণের জন্য কাজ করেছে। আমরা এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারে অর্থোপেডিক অঙ্কোলজি সার্ভিস চালু করে বিশেষজ্ঞ ও উচ্চমাত্রায় অভিজ্ঞ চিকিৎসকদের সাহায্যে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। বোন ক্যান্সার হচ্ছে একটি বিরলতম অসুখ এবং কেবলমাত্র উচ্চমাত্রার চিকিৎসার মাধ্যমেই এই অসুখকে সারিয়ে তোলা যায়। বোন ক্যান্সার মূলত ছোটদের মধ্যেই দেখা যায়। প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হলে কেমোথেরাপির মাধ্যমে টিউমার অপসারণ করে কিংবা অস্থি পুনর্গঠন করে 70 শতাংশ রোগীদের সারিয়ে তোলা সম্ভব হয়। বহু মানুষ জানেনা, কিভাবে এই রোগের চিকিৎসা সঠিক পদ্ধতিতে করা যায়। তাই দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছানোর জন্য আমাদের দায়িত্ব রয়েছে।'

এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার কলকাতার কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট ডা: এসকে বালা বলেন, 'আমরা বোন ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এই অর্থোপেডিক অংক লজি ক্লিনিক চালু করেছি। এটি হল বিরল ধরনের একটি ক্যান্সার, যা সাধারণত ছোটদের মধ্যেই দেখা যায়। এই অসুখটি নিজেই একটি চ্যালেঞ্জ, তবে আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতি গুলির সূচনা হবার সঙ্গে সঙ্গে একজন রোগী এখন অনেক ভাল মানের জীবনযাত্রা ও চিকিৎসার আরও ভাল ফলাফল আশা করতে পারে।'

এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার কলকাতার চিফ অপারেটিং অফিসার ডা: বীরেন্দ্র কুমার বলেন, 'আমরা অর্থোপেডিক অঙ্কলজি পরিষেবা চালু করার সঙ্গে সঙ্গে আরও একটি মাইলফলক অর্জন করতে পেরেছি। আমরা ভারতের পূর্বাঞ্চলের মানুষদের বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য এই পরিষেবা টি চালু করেছি। এই বিভাগটি চালু হবার সঙ্গে সঙ্গে আমরা আমাদের রোগীদের সর্বতম সুবিধা ও চিকিৎসা পরিষেবা সরবরাহ করতে সক্ষম হব। উন্নত প্রযুক্তির সঙ্গে উন্নত মানের রোগীর যত্ন ও সুরক্ষার ওপর জোর দিয়ে অত্যাধুনিক এই ক্যান্সার সেন্টারটি চালু করা হয়েছে।'



এই ব্যবস্থাটি যত্নশীল ভাবে এবং সহায়ক পরিবেশে ব্যক্তিগত ভাবে পরিষেবা প্রদান করবে। রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী ডায়াগনস্টিকস চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে একটি মাল্টি ডিসিপ্লিনারি টিম কাজ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code