Latest News

6/recent/ticker-posts

Ad Code

অন্ডাল বিমানবন্দরে রাজ্যের বাড়তি শেয়ার নিয়ে প্রশ্ন করলেন রাজ্যপাল জাগদীপ ধনকর!



অন্ডাল বিমানবন্দরে রাজ্যের বাড়তি শেয়ার নিয়ে প্রশ্ন করলেন রাজ্যপাল জাগদীপ ধনকর!



পশ্চিমবঙ্গ সরকার অন্ডাল বিমানবন্দরের অধিকাংশ শেয়ার হাতে নিয়েছে।এই উদ্যোগ কেন্দ্রের বেসরকারিকরণের প্রবণতার মাঝে নিঃসন্দেহে প্রশংসনীয়।



তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সরকারের এই উদ্যোগ নিয়েও এবার প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার টুইটে তিনি প্রশ্ন তুলেছেন,"এই অতিরিক্ত শেয়ার কেনা সংক্রান্ত চুক্তির নথিপত্র কোথায়? কাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হল?"



রাজ্যপালের মতে, রাজ্যে এই মুহূর্তে যা অর্থনৈতিক পরিস্থিতি, তাতে অন্ডাল বিমানবন্দরের ৪৭ শতাংশ শেয়ার নিজের হাতে নিয়ে রাজ্য সরকার আর্থিক বোঝা আরও বাড়িয়েছে।এ নিয়ে তিনি যাবতীয় তথ্য এবং মমতা সরকারের বক্তব্য জানতে চান।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সভা করতে গিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন।বেসরকারি করণের উলটোপথে হেঁটে পিপিপি মডেলে তৈরি অন্ডাল বিমানবন্দরের অধিকাংশ শেয়ার নিচ্ছে রাজ্য। জমিদাতাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্যের অধীনে অধিকাংশ শেয়ার থাকায় বিমানবন্দরের কার্যক্রম নিয়ন্ত্রণেও সরকারি কর্তৃত্ব থাকবে বেশি।২০১১ সালে অন্ডালে বিমানবন্দর তৈরির জন্য পিপিপি মডেলে জমি অধিগ্রহণ করা হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code