সামরিক অভ্যুত্থান ঘটিয়ে মায়ানমারের শাসনক্ষমতা দখল সেনার, আটক সু কি
সোমবার এক সামরিক অভ্যুত্থান ঘটিয়ে মায়ানমারের শাসনক্ষমতা দখল করল মায়ানমারের সেনা। দেশের প্রেসিডেন্ট, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রাসির প্রধান আং সাং সু কি সহ দলের অধিকাংশ নেতাকে আটক করা হয়েছে এবং নিয়ন্ত্রণ করা হয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। আগামী এক বছর গোটা দেশটা থাকবে সেনার হাতেই।
ভোটের পর সোমবার থেকেই সংসদ চালু হওয়ার কথা ছিল। সোমবার দেশের সেনা নিয়ন্ত্রিত Myawaddy TV-তে সংবিধানের একটি ধারা উল্লেখ করে জানানো হয় প্রয়োজন হলে দেশের সেনা ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে। দেশের অধিকাংশ রাজনীতিবিদকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। দেশের অনলাইন নিউজ পের্টাল The Irrawaddy-এ বলা হয়েছে দেশের প্রেসিডেন্ট উইন মিন্ট ও দেশের শীর্ষ নেতা সুকি কে আটক করা হয়েছে। এছাড়াও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রাসির সেন্ট্রাল একজিকিউটিভ কমিটির সদস্য, সাংসদেরও আটক করা হয়।
টানা ৪৯ বছর সেনা শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে মায়ানমারে প্রথম নির্বাচন হয়। এরপর ২০২০-এ। সেই নির্বাচনে দেশের দুই কক্ষ মিলিয়ে ৪৭৬ আসনের মধ্যে ৩৯৬ আসন দখল করে সু কি-র দল। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগে বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছিল সেনা ও সু কি-র দলের সঙ্গে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊