৬ ফেব্রুয়ারি দেশজুড়ে 'চাক্কা জ্যাম'-এর ডাক কৃষক সংগঠনগুলির
কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে দিল্লীতে আন্দোলনরত কৃষকরা। প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলে হিংসার ঘটনায় কিছুটা ধাক্কা খেলেও রাজধানীর বুকে কৃষক আন্দোলন দৃঢ় করতে দেশজুড়ে 'চাক্কা জ্যাম'-এর ডাক দিল কৃষক সংগঠনগুলি। ৬ ফেব্রুয়ারি, শনিবার, দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এই চাক্কা জ্যামের ডাক দিয়েছে কৃষক সংগঠন গুলি।
দেশের সব জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ সমস্ত রাস্তা অবরোধ করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই 'চাক্কা জ্যাম'-এর মূল লক্ষ্য-ই হল, দিল্লিমুখী সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া। প্রশাসনের আশঙ্কা মথুরায় বড়সড় জমায়েত হতে পারে, আগ্রা-দিল্লি-যমুনা এক্সপ্রেসওয়ে বন্ধের চেষ্টাও হতে পারে। দিল্লিমুখী হরিয়ানা হাইওয়ে বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে।
২৬শে জানুয়ারীর মতো ঘটনা এড়াতে ইতিমধ্যে তৎপর হয়েছে প্রশাসন। গাজিপুরে অভিনব সুরক্ষা বলয় তৈরি করেছে পুলিস। কৃষকদের আটকাতে তৈরি করা হয়েছে উঁচু কংক্রিটের পাঁচিল। রাস্তায় উল্টো করে পোঁতা হয়েছে পেরেকও। সার দিয়ে দাঁড় করানো হয়েছে বোল্ডার। দিল্লিমুখী রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকদের আটকাতে নেওয়া হচ্ছে পদক্ষেপ বলেই খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊