Subiect-wise Question Pattern of Class XI Annual Examination . 2021 and H.S Examination , 2021
ইতমধ্যে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচী। করোনা মহামারী কালে বিদ্যালয় খোলা না থাকায় কমানো হয়েছে সিলেবাসও । আজ প্রকাশিত হলো প্রশ্নপত্রের ধরণ।
বিজ্ঞপ্তিঃ উচ্চমাধ্যমিকের প্রতিটি বিষয় নিয়ে সম্ভাব্য প্রশ্ন, নমুনা প্রশ্নোত্তর প্রকাশিত হতে চলেছে, আগ্রহী শিক্ষক-শিক্ষিকারা নিজের ছবি, পরিচয় সহ word file এ লেখা পাঠাতে পারেন আমাদের মেইল-এ। sangbadekalavya@gmail.com (অতি সামান্য সাম্মানিকের ব্যবস্থা রয়েছে।)
প্রতিটি বিষয়েই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে নম্বর বিভাজনে। তবে এই পরিবর্তন শুধু ২০২১ এর পরীক্ষার্থীদের জন্যই বলে জানানো হয়েছে।
পরিবর্তিত প্রশ্নপত্রের ধরণ তথা নাম্বার বিভাজনটি দেখতে বা PDF Download করতে ক্লিক করুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊